'হ্যান্ড অফ গড'- এখন ইতিহাস। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) বিতর্কের নয়া নাম 'হেয়ার অফ গড'। উরুগুয়ে ম্যাচে ব্রুনো ফার্নান্ডেজের (Bruno Fernandes) একটি শট জালে জড়িয়ে যায়। সেই শট লক্ষ্য করে মাথা বাড়ান রোনাল্ডো (Cristiano Ronaldo)। দাবি করেন, তাঁর চুলে লাগে বলটি। যদিও গোলটি ব্রুনো ফার্নান্ডেজের নামেই হয়। এবার এই বিতর্কে মন্তব্য করল বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।
রোনাল্ডো দাবি করলেও তা মেনে নেয়নি ফিফা। উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগাল জিতেছিল ২-০ গোলে। জয়ের পরেও এই গোল নিয়ে ফিফার কাছে আবেদন করে পর্তুগাল ফুটবল সংস্থা। এবার বল প্রস্তুতিকারী সংস্থা অ্যাডিডাস জানিয়ে দিয়েছে, এবার আল রিয়েহলা বলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সেই প্রযুক্তি থেকে পাওয়া তথ্য বলছে, রোনাল্ডোর মাথা স্পর্শ করেনি বল। সরাসির তা জালে জড়িয়ে গিয়েছে। এবার বলে সেন্সর লাগানো আছে। সেই সেন্সরের মাধ্যমেই জানা গিয়েছে, রোনাল্ডোর চুল স্পর্শ করেনি বল।
আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ,কিউয়িদের কাছে সিরিজ খোয়াল টিম ইন্ডিয়া
এবার ফিফা প্রথমেই জানিয়েছিল, কাতার বিশ্বকাপের বল আল রিয়েহলা-তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। VAR প্রযুক্তির ব্যবহার করে রেফারিং করা হচ্ছে। অফসাইড, গোল, বা গোললাইন, সবই দেখা যাচ্ছে বলের সেন্সরের সাহায্যে। এআই প্রযুক্তিও রাখা হয়েছে এই বলে। সেখান থেকেই জানা গিয়েছে, রোনাল্ডোর চুল স্পর্শ করেনি ওই বল।