আগেই জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ (Last World Cup)। আর নীল-সাদা জার্সিতে নামতে দেখা যাবে না লিওনেল মেসিকে (Lionel Messi World Cup)। কাতারে তাই আবেগপ্রবণ আর্জেন্টিনার সমর্থকরা (Argentine Fans)। শেষ বিশ্বকাপে কী জুতো পরে মাঠে নামবেন মেসি! আর্জেন্টাইন তারকার জুতোর সেই ছবি প্রকাশ্যে আনল অ্যাডিডাস (ADIDAS)।
গতবছর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ক্লাবের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন। কিন্তু ফুটবলপ্রেমীরা জানেন, একটি বিশ্বকাপই তৈরি করে একজন মহান ফুটবলার। এবার বিশ্বকাপ তাই স্পেশাল লিও মেসির। এবারই শেষ সুযোগ। এবার হলে ভাল, না হলে থেকে যাবেন সেই তালিকায়। যারা মহান ফুটবলার, কিন্তু বিশ্বকাপ জিততে পারেননি। মেসির জন্য এবার তাই স্পেশাল জুতো দেবে অ্যাডিডাস। যা পরে কাতারে নামবেন তিনি। মেসির এই জুতোর রং সোনালি। নীল রংয়েরও ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে থাকছে আর্জেন্টিনার জাতীয় পতাকা। এই স্পেশাল এডিশন বুটের নাম স্পিডপোর্টার লেয়েন্ডা। মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
আরও পড়ুন: বিয়ার বিতর্কের মাঝেই মরুদেশের নতুন 'নায়ক' জেমস, ঢেলে মদ্যপান তাঁর পানশালায়
এবার কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি। ২০১৪ রিও বিশ্বকাপ এখনও স্পেশাল তাঁর কাছে। সেই বিশ্বকাপে ফাইনালে উঠেও জার্মানির বিরুদ্ধে হারে আর্জেন্টিনা। গোল্ডেন বুট জেতেন মেসি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি জানান, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে।