ভারতীয় ফুটবল দলের কোচ । একটাই পদ । আর তার জন্য আবেদন ২৯১ টি । এআইএফএফ-এর তরফে জানানো হয়েছে, ভারতীয় দলের কোচ হওয়ার বিজ্ঞাপনে অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছে । বেশ কিছু বড় নামও ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন । সেক্ষেত্রে, সমস্ত আবেদন ভাল করে খুঁটিয়ে দেখে জুলাই মাসের মধ্যেই কোচ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে ।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্যর্থ হওয়ার পর ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল ইগর স্টিমাচকে । নতুন কোচের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয় ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে । সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে ২৯১ জন কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন । জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১০০ জনের উয়েফা প্রো লাইসেন্স রয়েছে, ২০ জনের এএফসি প্রো লাইসেন্স এবং তিন জনের কনমেবল লাইসেন্স রয়েছে ।
নতুন কোচ নির্বাচনের মধ্য দিয়েই ভারতীয় ফুটবলের নতুন অধ্যায় শুরু করতে চাইছে AIFF । সেক্ষেত্রে কোচ নির্বাচনেও এতটুকু ত্রুটি রাখতে চাইছেন না তাঁরা । এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, জাতীয় ফুটবল দর্শনকে নতুন দিশা দেখাতে পারবেন ও ভারতীয় ফুটবলের উন্নতি সাধনে ব্রতী হতে পারবেন, এমন কাউকে কোচ হিসেবে খুঁজছেন তাঁরা ।