শেষ চারে উঠে গিয়েছে চারটি দল। আইএসএলে কবে প্রথম সেমিফাইনাল শুরু। কবে নামছে এটিকে মোহনবাগান। কী ফরম্যাটে হবে খেলা। জেনে নিন বিশদে।
সেমিফাইনালে দুবার করে মুখোমুখি হবে টিমগুলি। একটি হোম ও একটি অ্যাওয়ে ম্যাচ। প্লে-অফের প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে শেষ চারে উঠেছে বেঙ্গালুরু এফসি। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে সুনীল ছেত্রীরা প্রথম ম্যাচে নামবে মঙ্গলবার। আগামী রবিবার বেঙ্গালুরু এফসি হোম ম্যাচে নামবে মুম্বইয়ের বিরুদ্ধে। এদিকে সেমিফাইনালে এটিকে মোহনবাগান খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ তাঁদের। দ্বিতীয় ম্যাচ আগামী সোমবার।
এগ্রিগেটে যে দল জিতবে, তাঁরাই আইএসএলের ফাইনালে মুখোমুখি হবে। আরও একবার আইএসএল জয়ের সুযোগ থাকছে এটিকে মোহনবাগানের। সেই আশায় বুক বাঁধছেন সমর্থকরা।