Match Fixing in Indian Football : কাতারে বিশ্বকাপ, ম্য়াচ গড়াপেটার কালো ছায়া ভারতীয় ফুটবলে, তদন্তে সিবিআই

Updated : Nov 22, 2022 11:52
|
Editorji News Desk

কাতার বিশ্বকাপ শুরুর মুখেই ম্য়াচ গড়াপেটার অভিযোগ ভারতীয় ফুটবলে। যার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশের পাঁচটি ক্লাব তাদের নজরে রয়েছে। তবে কোন পাঁচটি ক্লাব সন্দেহের তালিকায়, তা এখনও স্পষ্ট করা হয়নি। সিবিআই জানিয়েছে, গড়াপেটার কেন্দ্রস্থল সিঙ্গাপুর। আন্তর্জাতিক বুকি উইলসন রাজ পেরুমল এই ঘটনার চক্রী। এর আগেও তার বিরুদ্ধে ম্য়াচ গড়াপেটার অভিযোগ উঠেছে। একাধিকবার গ্রেফতার হওয়ার পরেও, সে এখন ম্য়াচ গড়াপেটার কাজই চালিয়ে যায়। 

ইতিমধ্য়েই দিল্লিতে এআইএফএফের অফিসে হানা দিয়েছে সিবিআই। খতিয়ে দেখা হয়েছে অভিযুক্ত ক্লাবগুলোর আর্থিক লেনদেনও। ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা জানিয়েছেন, এই ব্য়াপারে ফেডারেশনের অবস্থান বেশ কড়া। তাই অভিযুক্ত ক্লাবগুলিকে তদন্তকারীদের সাহায্য করার ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ওই কর্তার দাবি, ভুয়ো সংস্থার মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে। ক্লাবগুলির নাম এখনও জানা না গেলেও, তবে ইঙ্গিত মিলেছে প্রতিটি ক্লাবই আইলিগের ক্লাব। এমনকী তদন্তকারীদের নজরে আছে ফেডারেশনের নিজের দল অ্য়ারোজও। যা ফুটবল হাউজের উদ্বেগ দ্বিগুণ করেছে। 

এখন প্রশ্ন হল, গত দু বছর কোভিডের কারণে আই লিগ হয়েছিল কলকাতাতে। বায়ো-বাবেলের মধ্যে ছিলেন সব ফুটবলার। তা-হলে কীভাবে এই অবস্থায় ম্য়াচ গড়াপেটা হয়েছে। আর কারাই বা অ্য়ারোজ মতো তরুণ দলের ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল ? এখনই এই প্রশ্নের উত্তর দিতে নারাজ সিবিআই। 

Match fixingCBIAIFF

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?