বিশ্বকাপ ফাইনালের ফ্রান্স-আর্জেন্টিনার সমর্থকদের লড়াই যেন থামতেই চাইছে না। বিশ্বকাপ ফাইনাল অবৈধ, এই নিয়ে পিটিশন ফাইল করে স্বাক্ষর জড়ো করছিলেন ফ্রান্স সমর্থকরা। এবার পাল্টা পিটিশন আর্জেন্টিনার সমর্থকদের। ফাইনালের হার নিয়ে না কাঁদার পরামর্শ দিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, একটি ওয়েবসাইটে দেওয়া পিটিশনে সই করেছেন আর্জেন্টিনার সাড়ে ৬ লক্ষের বেশি সমর্থক। সেখানে ফ্রান্সের সমর্থকদের কটাক্ষ করেন তাঁরা। আর্জেন্টিনার সমর্থকদের দাবি, ফ্রান্সের কান্না থামছে না। ওরা মানতেই পারছে না আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
ফ্রান্সের দাবি প্রকাশ্যে আসার পর প্রথম এই উদ্যোগ নেন আর্জেন্টিনার এক সমর্থক ভ্যালেন্টিন গোমেজ। কয়েকঘণ্টার মধ্যেই গোটা বিশ্ব থেকে সাড়া পেয়েছেন তিনি। ফ্রান্সের দাবি ছিল, প্রথম যে পেনাল্টি আর্জেন্টিনাকে দেওয়া হয়েছিল, তা অবৈধ ছিল। অ্যাঞ্জেল ডি মারিয়ার দ্বিতীয় গোল নিয়েও আপত্তি তুলেছেন তাঁরা। পোল্যান্ডের রেফারির সিদ্ধান্ত নিয়েও খুশি নন ফরাসি সমর্থকরা।