কোপা আমেরিকার প্রথম ম্যাচে জয় আর্জেন্টিনার। ২-০ গোলের ব্যবধানে কানাডাকে হারালেন মেসিরা। মেসি নিজে গোল পেলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতে টিমের হয়ে প্রথম গোল পান জুলিয়ান আলভারেজ। আর দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন লওতারো মার্টিনেজ।
প্রথমার্ধের শুরুতেই কানাডার আক্রমণে নড়বড়ে দেখায় আর্জেন্টিনার রক্ষণ। নিশ্চিত গোল বাঁচিয়ে গেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমার্ধে অনেকগুলি সুযোগ তৈরি হল। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি মেসিরা। পাল্টা আক্রমণে যেতে দেখা যায় কানাডার ফুটবলারদেরও। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলভারেজ। ৮৮ মিনিটে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় গোল করলেন মার্টিনেজ।
আগামী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। কাতার বিশ্বকাপের আগে কোপাতে জয়ী হন মেসিরা। এবারও কোপায় ট্রফিই লক্ষ্য নীল-সাদা ব্রিগেডের।