একটা ভঙ্গি। আর তাতেই সমালোচনায় বিদ্ধ আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ। রবিবার বিশ্বকাপ ফাইনালের পুরস্কার নিতে উঠে এই ভঙ্গি করেন তিনি। অভিযোগ যা শালীনতার মাত্রা ছাড়িয়েছে। তাই বিশ্বকাপ জিতেও বেশ কড়া নিন্দা হজম করতে হয়েছে তিরিশ বছরের এই আর্জেন্টাইনকে। চার বছর আগে যিনি ছিলেন বিশ্বকাপের দর্শক। চার বছর পর কাতারে যাঁর হাতে উঠেছে সোনার দস্তনা। মূলত গোল্ডেন গ্লাভস পুরস্কার নিতে গিয়েই ওই ভঙ্গি করেন মার্টিনেজ। নেটিজেনরা অনেকেই মার্টিনেজের সমালোচনা করেছেন। মার্টিনেজ অবশ্য এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি।
চার বছর আগে রাশিয়ায় ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হারের অন্যতম সাক্ষী ছিলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। মাঠ থেকে নয়, গ্যালারিতে বসে চোখের জল ফেলেছিলেন। চার বছর পর কাতারে মেসির বিশ্বজয়ে তিনি অন্যতম সহযোদ্ধা। নেদারল্যান্ডসের পর ফ্রান্স ম্যাচেও মার্টিনেজ টাইব্রেকারে হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের সামনে দূর্গ।
৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে অন্যতম নায়কের আরও একটা কীর্তি আছে। গত বছর তাঁর গ্লাভসেই আটকে গিয়েছিল ব্রাজিল। মেসির ২৮ বছর পর কোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন এই এমি মার্টিনেজই।