বেঙ্গালুরুকে টাইব্রেকারে চার-তিন গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন কলকাতার এটিকে-মোহনবাগান। শনিবার গোয়ার মাঠে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল ছিল ২-২। ম্যাচে ১৪ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে পেনাল্টি থেকেই বেঙ্গালুরুকে সমতায় ফেরান সুনীল ছেত্রী। ৭৮ মিনিটে রয় কৃষ্ণার পায়ে লিড পায় বেঙ্গালুরু। ৮৫ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে কলকাতার দল ম্যাচে ফেরান সেই দিমিত্রি পেত্রাতোস।
গত ডিসেম্বর মাসে কাতারে এক ফুটবলের ফাইনাল দেখেছিল ফুটবল বিশ্ব। আর মধ্য মার্চে আরও একটা ফুটবলের ফাইনাল উপহার দিল গোয়া। থ্রিলার, এটা ছাড়া আর কোনও শব্দ হয়তো এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ সম্পর্কে বর্ণনা করা যাচ্ছে না। ১২০ মিনিট পর্যন্ত ডেডলক। তারপর নিস্পত্তি টাইব্রেকারে।
টাইব্রেকার মানে বিশাল দূর্গ। আর সেই দূর্গে এদিন ধাক্কা খেলেন ব্রাজিলীয় ব্রুনো। তাঁর শট আটকে যেতেই গোয়ায় হাজির সবুজ-মেরুন সমর্থকরা চ্যাম্পিয়ন হওয়ার গন্ধ পেয়ে যান। এরপর বেঙ্গালুরুর পাবলো পেরেজের শট আটকে যেতে গোয়ার মাঠে উড়ল সবুজ-মেরুন আবীর। টাইব্রেকারে সবুজ-মেরুনের গোলদাতা দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, কিয়ান নাসিরি এবং মনভীর সিং।