ATK Mohun Bagan Wins : জোড়া গোলে নায়ক ম্যাগুই, আইএসএলে কেরলের হারিয়ে ফের তিন নম্বরে এটিকে মোহনবাগান

Updated : Feb 20, 2023 21:41
|
Editorji News Desk

যুবভারতীতে স্বপ্নের জয় এটিকে-মোহনবাগানের। জোড়া গোল করে নায়ক কার্ল ম্যাগুই। শনিবার আইএসএলের ম্যাচে কেরলকে ২-১ গোলে হারিয়ে সুপার সিক্সে ওঠার আশা জোড়ালো করল সবুজ-মেরুন। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এল কলকাতার দল। পাঁচ নম্বরে নেমে গেল কেরল। এদিন ম্যাচের সতেরো মিনিটে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল কেরল। ম্যাচের ২৩ ও ৭১ মিনিটে গোল করে বাগানকে জয় এনে দেন ম্যাগুই। ৬৪ মিনিটে লাল কার্ড দেখেন কেরলের রাহুল কেপি। 

ডু অর ডাই। শিবরাত্রির সন্ধ্যাতে এটাই ছিল জুয়ান ফেরেন্দোর ছেলেদের সামনে পরিস্থিতি। হুগো বুমো, আশিক কুরিনিয়ানদের প্রথম একাদশে রেখে চমক দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ। চার-দুই-তিন-এক, এই প্রথম দিমিত্রি পেত্রাতোসকে স্ট্রাইকার হিসাবে ব্যবহার করে দল সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। তাতেও ম্যাচে ১৭ মিনিটে বাগানের জালে বল ঠেলে দেন আর এক দিমিত্রি। 

এই অবস্থা থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় সবুজ-মেরুন। ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে এটিকে-মোহনবাগান। একই পয়েন্ট নিয়ে এক সারিতে এখন বেঙ্গালুরু ও কেরল। ২৫ নভেম্বর মোহনবাাগন শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এবং সবুজ-মেরুনকে নজরে রাখতে হবে বেঙ্গালুরু, কেরল এবং ওড়িশার শেষ ম্যাচের দিকেও। কারণ, এই তিনটি দলের যে কোনও দলই যেতে পারে সুপার সিক্সে। ইতিমধ্যে মুম্বই এবং হায়দরাবাদ সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। 

kolkataATKFootballKeralaISL 2022

Recommended For You

editorji | খেলা

MD Shami : অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে? মহম্মদ শামিকে নিয়ে কী বলল বোর্ড?

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?