একাধিক গোলের সুযোগ নষ্ট করে ওড়িশা এফসির (Odhisha FC) বিরুদ্ধে ড্র করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই সঙ্গে লাল কার্ড দেখলেন সবুজ মেরুন তারকা রয় কৃষ্ণা (Roy Krishna)। পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ম্যাচের একদম শুরুতেই গোল করে এগিয়ে যায় ওড়িশা। জেরির পাস থেকে দারুণ গোল করে যান রিডিম। তার খানিকক্ষণ বাদেই গোল শোধ করে সবুজ মেরুন। হুগো বুমোকে বক্সে ফেলে দেওয়া হয়। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জনি কাউকো। এরপর পেনাল্টি পায় ওড়িশা। কিন্তু পেনাল্টি বাঁচিয়ে দেন সবুজ মেরুন গোলকিপার।
আরও পড়ুন: Rustam Akramov: প্রয়াত ভারতীয় ফুটবলের প্রাক্তন কোচ রুস্তম আক্রমভ, বয়স হয়েছিল ৭৩ বছর
এই ড্রয়ের ফলে আইএসএলের শীর্ষে পৌঁছনোর পথ কিছুটা কঠিন হল এটিকে মোহনবাগানের। আপাতত ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল এটিকে মোহনবাগান।