দিমিত্রি পেত্রাতোস নাকি লিস্টন কোলাসো নাকি দামিয়ানোভিচ! কলকাতা ডার্বিতে শনিবার কে হয়ে উঠবেন জয়ের নায়ক! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিরতি লেগের ডার্বি ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। ডার্বিতে জিতলে এবার ঘরের মাঠে প্লে-অফ খেলার সুযোগ থাকছে সবুজ-মেরুন ব্রিগেডের।
শনিবার ইস্টবেঙ্গলকে হারালে ওড়িশা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামবে এটিকে মোহনবাগান। ডার্বিতে সেটাই লক্ষ্য এটিকে মোহনবাগানের। কোচ জুয়ান ফেরান্দো জানান, এই মরশুমে অনেকটাই উত্থান-পতন গিয়েছে। কিন্তু শেষটা ভালো ভাবে করতে চান বলে জানিয়েছেন স্প্যানিশ কোচ।
আরও পড়ুন: শনিবারের ডার্বি সম্মান ফেরানোর লড়াই ইস্টবেঙ্গলের, চমক দিতে তৈরি লাল-হলুদ
ডার্বিতে এদিন তিন বিদেশিকে পাবে না এটিকে মোহনবাগান। আয়োজক ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দেশি ফুটবলারদের নিয়েই জয় ছিনিয়ে নিতে হবে। সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজাচ্ছে লাল-হলুদ।