গতবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। এবার তাই প্রবল সতর্ক সবুজ-মেরুন। গতবছর সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধেই হারতে হয়েছিল। বৃহস্পতিবার প্রথম লেগেই ম্যাচ শেষ করে ফেলতে চায় এটিকে মোহনবাগান। দ্বিতীয় লেগে যাতে কোনও অসুবিধা না হয়।
হায়দরাবাদের ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ। কোচ জুয়ান ফেরান্দো জানান, প্রথম ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত নয়। কিন্তু সেমিফাইনালের প্রথম লিগেই জয় নিশ্চিত করে ফেলতে হবে। এই ধরনের ম্যাচে ফুটবলারদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। এমনটাই মনে করছেন ফেরান্দো। গোড়ালির চোটে এই ম্যাচে খেলতে পারবেন না আশিক। এটাই দুঃসংবাদ সবুজ-মেরুন শিবিরে।
১৮ মার্চ আইএসএলের ফাইনাল। দুটি সেমিফাইনালে মোট গোলের সংখ্যায় জিতলে ফাইনালে উঠবে একটি দল। সেমিফাইনালের প্রথম লেগে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে মনে করছেন সবুজ-মেরুন কোচ।