বুধবার আইএসএলে (ISL) মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও হায়দরাবাদ এফসি। পরপর ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছেন কোচ অ্যান্তেনিও হাবাস (Antenio Habas)। এসেছেন নতুন কোচ জুয়ান ফেরেন্দো (Juan Ferrendo)। নতুন কোচ আসার পরই জয় পেয়েছে টিম। শেষ ম্যাচে এফসি গোয়াকে ২-১ গোলে হারায় এটিকে মোহনবাগান। মঙ্গলবার জিতে পয়েন্ট টেবিলে আরও উপরে ওঠাই লক্ষ্য এটিকে মোহনবাগানের।
৮টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত চারটি ম্যাচে জয় পেয়েছে এটিকে মোহনবাগান। ডার্বিতে জয়ের পর থেকেই পারফরম্যান্স খারাপ হতে শুরু করে এটিকে মোহনবাগানের। এরপরই কোচের দায়িত্ব ছাড়েন হাবাস। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে বিশ্বমানের গোল করেন লিস্টন কোলাসো। টিমের হয়ে দ্বিতীয় গোল করেন রয় কৃষ্ণা। বুধবার ম্যাচে নামার আগে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে মোহনবাগান।
আরও পড়ুন: নতুন বছরে নয়া কোচ ঘোষণা, ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মারিও রিভেরা
এই ম্যাচেও গত ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে চায় টিম। এই ম্যাচ জিতে ফের প্রথম তিনে জায়গা পেতে মরিয়া এটিকে মোহনবাগান শিবির।