শনিবার আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। প্লে-অফের লড়াই শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচে তাই ওড়িশার বিরুদ্ধে জিততেই হবে এটিকে মোহনবাগানকে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে গ্লেন মার্টিন্সকে সই করিয়েছে এটিকে মোহনবাগান। ছেড়ে দেওয়া হয়েছে লেনি রড্রিগেজকে। গ্রুপ টেবিলে পাঁচ নম্বরে আছে এটিকে মোহনবাগান। প্লে-অফের পজিশন নিশ্চিত করতেই শনিবার মাঠে নামবেন হুয়ান ফেরান্দোরা।
আরও পড়ুন: ঠিক যেন সফেদ রূপকথা! চুপিসারে বিয়ে করলেন অক্ষর প্যাটেল
এবার টুর্নামেন্টে প্রথম থেকেই দারুণ ছন্দে আছে ওড়িশা এফসি। তবে শেষ ছটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে তাঁরা। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জিতে প্লে-অফ নিশ্চিত করতে চাইছে তাঁরাও। ২২ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগানের ঠিক পিছনেই আছে তাঁরাও। তাই শনিবার যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে দুই টিম।