শনিবার চতুর্থ আইএসএল ফাইনাল খেলতে নামবে এটিকে মোহনবাগান। বর্তমান টিমে একমাত্র জয়ী দলের সদস্য প্রীতম কোটাল। সুনীল ছেত্রী-রয় কৃষ্ণাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী প্রীতম।
বেঙ্গালুরু এফসি প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী। কিন্তু বাড়তি সমীহ করতে নারাজ প্রীতম কোটালও। কলকাতায় ট্রফি আনার জন্য মরিয়া চেষ্টা করবেন প্রীতম। এদিকে শনিবার আইএসএলের মেগাযুদ্ধে আসল লড়াই হুগো বুমো ও সুনীল ছেত্রীর। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে সেমিফাইনালের দুই পর্বেই গোল পাননি হুগো বুমো। ফাইনালে গোল করে দলকে জেতাতে চান তিনি। টিমে ফিরেছেন আশিক। তাঁর সঙ্গে জুটি বেঁধে পুরনো ছন্দেই মাঠে দেখা যেতে পারে হুগো বুমোকে।
এদিকে ফাইনালে গোল করে টিমকে জেতাতে তৈরি সুনীল ছেত্রীও। প্লে-অফে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে গোল করে সেমিফাইনালে তুলেছিলেন। মুম্বই সিটির বিরুদ্ধেও গোল করেন তিনি। শনিবার ফাইনালে নিজের ছন্দে খেললে, সুনীলই কাঁটা হতে পারে এটিকে মোহনবাগানের। বেঙ্গালুরু কোচ সুনীলকে প্রথম একাদশে রাখবেন কিনা তা নিয়েই চিন্তা। তবে কোচ গ্রেসন জানিয়ে দিয়েছেন, টিমের ভালোর জন্য তিনি সিদ্ধান্ত নেবেন।