কোভিডের জেরে আইএসএলে (ISL) বাতিল হয়ে গেল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ (ATK Mohun Bagan vs Bengaluru FC)। দুই টিমের পক্ষ থেকেই টুইট করে জানানো হয় ম্যাচ বাতিলের খবর।
বৃহস্পতিবার অনুশীলন করতে পারেনি কোনও দলই। আইএসএলের পক্ষ থেকে কোনও কিছু জানানো হয়নি। এদিন বেলা এগারোটায় সময় টুইট করে এটিকে মোহনবাগান। জানানো হয়, "ফতোদরায় এদিন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ বাতিল করা হয়েছে। প্রত্যেক ম্যাচের আগে টিম মাঠে নামার জন্য তৈরি কিনা, তা দেখা হয়। কোভিডের জন্য প্রত্যেক ফুটবলার ও সাপোর্টিং স্টাফের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে আগে। লিগ ও ক্লাব পরিস্থিতির ওপর নজর রেখে আগামী সিদ্ধান্ত নেবে।"
আরও পড়ুন: ইশানের গোলে জয়, ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএসএলের শীর্ষে জামশেদপুর
বেঙ্গালুরু এফসির পক্ষ থেকেও একটি টুইট করা হয়। সেখানে তাঁরা জানায়, "ম্যাচ বাতিল হয়েছে। আগামী সূচি এটিকে মোহনবাগানের পক্ষ থেকে জানানো হবে। লিগ ও হেলথ অথরিটির সঙ্গে পরামর্শ করে টিমের নিরাপত্তা নিশ্চিত করবে ক্লাব।"