এবারও জয় (ISL) অধরা থেকে গেল এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan) । বৃহস্পতিবার জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে ড্র করল মোহনবাগান । ম্যাচে কোনও পক্ষের তরফেই গোল আসেনি । গত ম্যাচেও ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হেরেছিল সবুজ-মেরুন । এবার অনেক চেষ্টার পরও তিন পয়েন্ট নষ্ট হল এটিকের ।
আরও পড়ুন, IND-AUS 1st Test 2023: প্রথমদিনে দুরন্ত ভারত, ৫ উইকেট নিয়ে কামব্যাক জাডেজার, ১৭৭ রানে শেষ অজিরা
পয়েন্ট তালিকায় চার নম্বরে ছিল । কিন্তু গোয়া জিততেই পাঁচ নম্বরে যায় এটিকে-মোহনবাগান। তার উপর শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে ২-১ গোলে হারতেই কেমন যেন জট পাকিয়ে যায় যাবতীয় অঙ্ক । সেই জটও কাটাতে পারলেন না জুয়ান ফেরেন্দো ।