ওড়িশা এফসি (Odisha FC) ম্যাচ অতীত করে আজ গোয়ার মাঠে আইএসএলে ফের জয়ের রাস্তায় ফিরতে মরিয়া এটিকে-মোহনবাগান ATK Mohun Bagan)। কারণ, শেষ ম্যাচে পয়েন্ট হারানো পাশাপাশি লালকার্ড দেখায় এই ম্যাচে রয় কৃষ্ণাকেও হারিয়েছে সবুজ-মেরুন। তবুও বেঙ্গালুরুকে হারিয়ে হায়দরাবাদকে ছোঁয়ার স্বপ্ন দেখছেন এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরেন্দার (Juan Ferrando)। তবে, নক-আউটের আগে দলকে চোটাঘাত মুক্ত রাখতে চাইছেন তিনি।
অপেক্ষাকৃত দুর্বল ওড়িশার কাছে থেমেছিল সবুজ-মেরুনের টানা জয়ের রথ। যা শিবিরের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কারণ, সেমিফাইনালে যাওয়ার আগে আইএসএলের লিগ শীর্ষে উঠতে চায় গতবারের রানার্সরা। ফেরেন্দো জানালেন, “শেষপর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এখন থেকে হাল ছেড়ে লাভ কী? এই মানসিকতা নিয়ে সকলের লড়াই করা প্রয়োজন। শেষ পর্যন্ত কী হবে তা শেষেই দেখা যাবে। কিন্তু চেষ্টায় খামতি রাখা চলবে না।”
১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট এটিকে-মোহনবাগানের। ফলে আজ বেঙ্গালুরুকে হারাতে পারলে হায়দরাবাদের সঙ্গে এক পয়েন্টের পার্থক্যে দাঁড়াবে। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন কোচের দাবি, “চোট সমস্যায় জর্জরিত হয়ে উঠছি। শুধু ব্যাপারটা আমাদের ঘটছে তা বলব না। সব দলকেই কম-বেশি চোট সমস্যায় ফেলছে। চোট পাওয়া ফুটবলারের বদলে অন্য কাউকে নামানো কঠিন হয়ে উঠছে। খেলোয়াড়রা তৈরি থাকলে নামানো যায়। পরিকল্পনা পরিবর্তন করতে চাইলে খেলোয়াড় বদলে তা করা অসম্ভব নয়।’’