ইতিহাস তৈরির রাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিল মেক্সিকো। সেইসঙ্গে বিশ্ব ফুটবলের শেষ হয়ে গেল গোলে নীচে ওচোয়া রূপকথা। বুধবার গ্রুপের শেষ ম্য়াচে জেরাডো মার্টিনোর দল সৌদি আরবকে হারল ২-১ গোলে। আর ওই একটা গোল খাওয়াই কাল হল মেক্সিকোর কাছে। ৯৫ মিনিটে মেক্সিকো গোল খেতেই বিশ্বকাপের নকআউটে দরজা খুলে গেল পোল্যান্ডের জন্য। কারণ, সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পোল্যান্ডের থেকে পিছিয়ে গেল মেক্সিকো।
ঝুলিতে এক পয়েন্ট নিয়ে এদিন সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন মেক্সিকানরা। প্রথমার্ধ ছিল গোলশূন্য। হাফটাইমে টাটা মার্টিনোর টোটকায় ফের মাঠে ফেরে মেক্সিকো। ৪৭ মিনিটেই তারা ১-০ গোলে এগিয়ে যায়। গোলদাতা হেনরি মার্টিন। মঙ্গলের রাতে মার্কস রাশফোর্ডকে দেখছিল কাতার। আর এদিন ৫২ মিনিটে স্যাভেজের ফ্রি-কিক দেখল এই বিশ্বকাপ। ৯৫ মিনিট পর্যন্ত দূর্গ আগলেও, ডিফেন্সের একটি ভুলেই শেষ হয়ে গেল সব কিছু।
প্রথম ম্য়াচে পোল্যান্ডের বিরুদ্ধে ড্র। দ্বিতীয় ম্য়াচে আর্জেন্টিনার কাছে হার। আর তৃতীয় ম্য়াচে সৌদি আরবের বিরুদ্ধে জয়। কাতার বিশ্বকাপে মেক্সিকানদের অভিযান শেষ হল আরব্য রজনীর রূপকথার মতোই।