উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রুদ্ধশ্বাস জয় বার্সেলোনার। বুধবার রাতে প্যারিসের ঘরের মাঠে পিএসজি-কে ৩-২ গোলের ব্যবধানে হারাল তাঁরা। জোড়া গোল করলেন বার্সেলোনার রাফিনহা।
পিএসজির গোল
প্রথমার্ধে ৩৭ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণ শুরু করে পিএসজি। ৪৮ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোল পান উসমান দেম্বেলে। ৫০ মিনিটে দ্বিতীয় গোল করেন ভিতিনহা।
বার্সেলোনার পাল্টা আক্রমণ
বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি পিএসজি। ৬২ মিনিটে দুরন্ত ভলিতে দ্বিতীয় গোল করে সমতা ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন আন্দ্রিয়াস ক্রিস্টেনসেন। বড় ম্যাচে গোল করতে পারলেন না পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। গোল পাননি বার্সার লেওয়ানিডস্কিও।