সোমবার ফেরান টরেসকে (Ferran Torres) টিমে সই করানোর কথা বার্সেলোনার (Barcelona)। কিন্তু এখনও তাঁকে রেজিস্টারই করাতে পারেন স্প্যানিশ ক্লাব। বার্সেলোনার ডিরেক্টর মাতেও অ্যালেমানি জানান, টরেস এখনই মাঠে নামতে পারবেন না। সেন্ট্রাল ফরোয়ার্ডের (Central Forward) কোটা এখনও ফাঁকা নেই টিমে।
তবে অন্য কোনও পজিশনে ফেরান টরেসকে সই করানো যেতে পারে বলে মনে করছেন বার্সেলোনার ডিরেক্টর। এখনও তাঁকে ফুটবলার হিসেবে দলে রেজিস্টার না করানো নিয়ে চিন্তিত নন টরেস। তিনি জানান, ক্লাব যা করার করছে। ম্যান সিটি থেকে রেকর্ড অঙ্কে বার্সেলোনা এসেছেন টরেস। ভারতীয় মুদ্রায় তাঁর ট্রান্সফার ফি প্রায় ৪৬৩ কোটি টাকা।
আরও পড়ুন: অতিরিক্ত সময়ের গোলে ১০ জনের আর্সেনালকে হারাল ম্যান সিটি
২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন স্প্যানিশ ফুটবলার ফেরান টরাস।