মেসিদের চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) যাত্রা শেষ। বুধবার অ্যালিয়েঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় পিএসজি। এই নিয়ে পরপর দু'বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে বিদায় নিল পিএসজি।
প্রি কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে প্রথম পর্বে মিউনিখের বিরুদ্ধে পিএসজি ০-১ গোলে হেরে আগে থেকেই চাপে ছিল পিএসজি। শেষ আটে উঠতে হলে বুধবার রাতে এই ম্যাচে জিততে হত ৩-০ গোলে। কিন্তু শেষ পর্যন্ত অধরাই রইল সেই স্বপ্ন। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই বিদায় নিল মেসির পিএসজি।
আরও পড়ুন - দুই দেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা বিসিসিআইয়ের, টসে জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার