বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রি-কোয়ার্টার ফাইনালে (Pre Quarter Final) গতবারের রানার্স ক্রোয়েশিয়া (Croatia)। বিদায় বিশ্ব ফুটবলের দু নম্বর বেলজিয়ামের। বৃহস্পতিবার বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে গোল শূন্য় ড্র করে নক-আউটে লুকা মদ্রিজের দল। ভিলেন বেলজিয়াম তারকা রোমেল লুকাকু (Romelu Lukaku)। একাই পাঁচটি গোলের সুযোগ নষ্ঠ করেননি। ডিফেন্স জমাট করে আর প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই নকআউটে উঠে গেলেন ক্রোটরা।
একজনকে জিততে হবে। অন্যজনকে হারলে চলবে না। এই আবহে বিশ্বকাপের মঞ্চে চার বছর পর মুখোমুখি ক্রোয়েশিয়া এবং বেলজিয়াম। চার বছর আগে ক্রোটদের কাছে হেরেই সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল রবার্টো মার্টিনোর রেড ডেভিলসের। মাঝমাঠে লড়াই ছিল ৩৭ বছরের লুকা মদ্রিজের সঙ্গে বছর ছাব্বিশের তরুণ কেভিন ডি ব্রুয়েনার (kevin de bruyne)। কেন তাঁকে টানা এগারো বছর চোখ বন্ধ করে ভরসা করে রিয়াল মাদ্রিদ, তা বড় ম্য়াচে ফের একবার বুঝিয়ে দিলেন মদ্রিচ (Luka Modrić)। তিনিই এই ক্রোয়েশিয়া দলের ব্যান্ড মাস্টার। ডিফেন্স থেকে অ্য়াটাক গোটা মাঠেই তাঁর দাপট। সেই তুলনায় বেলজিয়াম এদিনও বেশ ছন্নছাড়া। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে ডানদিন ফাঁকা করে আক্রমণ যায় বেলজিয়াম। যার সুযোগে ওই দিক থেকেই ঝাঁকে ঝাঁকে আক্রমণ শুরু করেন প্য়ারিসিচ, সোসারা।
আরও পড়ুন: কানাডার বিরুদ্ধে ২-১ গোলে জয়, ইতিহাস তৈরি করে নক-আউটে মরক্কো
পরিবর্ত হিসাবে মাঠে নেমে ৬০ সেকেন্ডের মধ্যে ম্যাচের সবচেয়ে সহজ দুটি সুযোগ নষ্ট করেন রোমেল লুকাকু। এরমধ্যে তাঁর একটি শট বারে লেগে প্রতিহত হয়। তবে, আলাদা করে প্রশংসা করতে হবে বেলজিয়াম গোলকিপার থিবু কুর্তোয়ার। গোলের নীচে দাঁড়িয়ে বেশ কয়েকটি নিশ্চিত গোল সেভ করেন বিশ্বের এক নম্বর গোলকিপার।