রাজকোট টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গিয়েছে ইংল্যান্ড। এই হারের পর মেজাজ হারিয়েছেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। জানিয়েছেন, কয়েকটি ক্ষেত্রে ডিআরএসের সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে গিয়েছে। তাই নিয়ম বদল করার দাবিও তুলেছেন তিনি।
রাজকোট টেস্টের পরে স্টোকস একটি সাক্ষাৎকারে জানান, ক্রলির রিভিউ তাঁকে অবাক করেছে। বল স্টাম্পের উপর দিয়ে গিয়েছে। রিভিউতে স্পষ্ট দেখা যায়, বল স্টাম্পের উপর দিয়ে গিয়েছে। আম্পায়ার্স কল হত। সেটা হয়নি। স্টোকসের অভিযোগ, তিনবার তাঁদের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার খেসারত দিতে হয়েছে দলকে। প্রথম ইনিংসে অলি পোপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চোপড়ায় শিশু মৃত্যু, পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল