২০০৫ সালের পর ভারতীয় মহিলা টেস্ট দলে ফের জায়গা পেলেন আরও একজন বাঙালি ক্রিকেটার। প্রায় ১৮ বছর পর আরও একজনের অভিষেক হল দলে। তাঁর নাম রিচা ঘোষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজের প্রথম একাদশে জায়গা হয়েছে তাঁর।
রিচা উইকেটরক্ষকের দায়িত্বে রয়েছেন। তিনি ছাড়াও ভারতীয় এই দলে রয়েছেন যস্তিক ভাটিয়া নামে আরও একজন উইকেট কিপার। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন যস্তিক। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকাতেও দেখা যাবে রিচাকে।
টসের পরেই ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর রিচার অভিষেকের কথা জানিয়েছিলেন। মূলত চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন শুভা। তার পরিবর্তে খেলছেন রিচা।