খেলল এটিকে-মোহনবাগান। যুবভারতীতে আইএসএলের ম্যাচে জিতল বেঙ্গালুরু এফসি। রবিবার কলকাতায় সবুজ-মেরুনকে ২-১ গোলে হারিয়ে ধাক্কা দিয়ে গেলেন বাগানের দুই প্রাক্তন হাভি হার্নান্ডেজ এবং রয় কৃষ্ণা। সুনীল ছেত্রী এই ম্যাচে খেলেননি। তাতেও রোখা গেল না বেঙ্গালুরুকে। ৭৮ মিনিটে প্রথম গোল হাভির। ৯১ মিনিটে দ্বিতীয় গোল রয় কৃষ্ণার। প্রথম লেগে পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করতে পারেননি। কিন্তু তাঁর প্রিয় যুবভারতীতে গোল করলেন কৃষ্ণা। ৯৩ মিনিটে সবুজ-মেরুনের হয়ে ব্যবধান কমান দিমিত্রি পেত্রাতোস। ততক্ষণে ম্যাচে জুয়ান ফেরেন্দোর দলের হাত থেকে বেরিয়ে গিয়েছে।
প্লে-অফে উঠে গেলেও, এই হার ধাক্কা এটিকে-মোহনবাগানের কাছে। কার্ড সমস্যায় ছিলেন না বুমোস। খেলেননি আশিক কুরুনিয়ান। তাতেই প্রথম ৪৫ মিনিটে বেশ দাপিয়েই ফুটবল খেলে এটিকে-মোহনবাগান। সবুজ-মেরুনের ঝাপটা সামলান সন্দেশ, প্রবীর, গুরুপ্রীতরা। অনেক গোলের সুযোগ পেয়েও এদিনও তা নষ্ঠ করেন মনবীর, লিস্টনরা।
উল্টোদিকে, শুরু থেকেই এই ম্যাচে কোচের ভূমিকায় দেখা যায় বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রীকে। সবুজ-মেরুন তাঁরও একসময়ের ক্লাব। সেই ক্লাবের বিরুদ্ধে সাইডলাইনে দাঁড়িয়ে গোটা দলকে চাগিয়ে গেলেন সুনীল। যার নিট ফল কলকাতা থেকে বেঙ্গালুরুর ঝুলিতে এল তিন পয়েন্ট। ১৬ ম্যাচে ২৭ পয়েন্টে আটকে থাকল মোহনবাগান। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট হল বেঙ্গালুরুর।