ইন্ডিয়ান সুপার লিগে আজ, শনিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। কলকাতা ছাড়ার আগেই বাগান কোচ হোসে মলিনা দাবি করেছেন, প্রথম অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া তিনি। কারণ, এই লম্বা লিগে শুরুতে বেশি সংখ্যক ম্যাচ জিতে স্বস্তিতে থাকতে চান তিনি।
আগামী পাঁচ তারিখ কলকাতায় আইএসএলের মিনি ডার্বি। ওইদিন প্রথমবার এই লিগে খেলতে নামা মহমেডান স্পোর্টিং খেলবে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে। তার আগে বেঙ্গালুরুর এই ম্যাচ তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করেন বাগান কোচ। কারণ, এই ম্যাচ খেলেই ইরান চলে যাবে সবুজ-মেরুন। সেখানে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে। চার তারিখ কলকাতায় ফিরেই পাঁচ তারিখ আইএসএলের ম্যাচ।
ফলে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে গতবারের আইএসএল রানার্সদের। যা কিছুটা হলেও চিন্তায় রাখছে স্প্যানিশ কোচকে। চোটের কারণে সুনীলদের বিরুদ্ধে বাগান ডিফেন্সে নেই স্প্যানিশ ফুটবলার আলবার্তো। তবে চিন্তিত নন মলিনা। গত ম্যাচে মাঠে নেমেছিলেন ম্যাকলারেন। এই ম্যাচেও খেলছেন তিনি। তবে, বেঙ্গালুরু থেকে তিন পয়েন্ট তুলতে মলিনার ভরসা কিন্তু কামিং-পেত্রাতোস জুটি।