ক্রিকেটের নন্দনকাননে ফুটবলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। ইডেন গার্ডেন্সে তখন সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচ চলছে। এরই মধ্যে প্রাক্তন ব্রাজিল অধিনায়ক কাফুকে সম্মান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের।
এদিন বিকেলে কলকাতা ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করেন কাফু। এরপর মহমেডান স্পোর্টিং ক্লাবে একটি প্রদর্শনী ম্যাচও খেলেন তিনি। এরপর সোজা পৌঁছে যান ইডেনে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া সহ অন্য সচিবরা, তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন। তাঁকে দেওয়া হয় একটি বিশেষ ধরনের টাইও। কিছুক্ষণ মাঠে গিয়ে খেলাও দেখেন কাফু।
আরও পড়ুন: বিদায় অস্ট্রেলিয়ার, শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
শনিবার প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করেন কাফু। তাঁর বিরুদ্ধে খেলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রাক্তন ফুটবলার আলভিটো। রবিবারও ঠাসা কর্মসূচি আছে কাফুর। সন্তোষ মিত্র স্কয়্যারেও যাওয়ার কথা তাঁর।