বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ব্রাজিল। তামাম দুনিয়ার সংবাদমাধ্যমের সামনে কথা বলতে এসেছিলেন ভিনিসয়াস জুনিয়র। কথা সবে শুরু করবেন। হঠাৎ তার আগমন। একেবারে সামনের সারিতে বসে শুনতে শুরু করেছিলেন ভিনিসিয়াসের মনের কথা। ব্রাজিলের কৌশলের কথা। কিন্তু সুখস্মৃতি বেশিক্ষণ স্থায়ী হল না। সাংবাদিক বৈঠকের মঞ্চ থেকে তাকে প্রায় ঘাড় ধরেই ছুঁড়ে ফেল দেওয়া হল। কাতার বিশ্বকাপের টেবল থেকে এক বিড়ালকে ছুঁড়ে ফেলায় বিতর্কে জড়ালেন ব্রাজিলের মিডিয়া ম্য়ানেজার। তবে এই ঘটনায় পরে ব্রাজিল শিবির থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।
কিন্তু প্রশ্ন হল এত কড়া নিরাপত্তার মধ্যে মিডিয়া সেন্টারে এই বিড়াল এল কী ভাবে ? যেখানে মাছি গলার জায়গা নেই, সেখানে আস্ত বিড়াল ঢুকল, আরাম করে সাংবাদিক বৈঠকের মঞ্চে বসে ভিনিসিয়াসের কথা শুনল, এই ঘটনা ঘটল কী ভাবে। বিশ্বকাপের আয়োজকরা দাবি করেছেন, আগে থেকে মিডিয়া সেন্টারে ছিল ওই বিড়াল। ভবিষ্যতে এমন হবে না বলেও দাবি করা হয়েছে।
তবে সাংবাদিক বৈঠক এগিয়েছে স্বাভাবিক গতিতেই। ভিনিসিয়াস জানিয়েছেন, বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা জানতেন না। তবে সফল হওয়ার জন্য তিনি পরামর্শ নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তির।