সত্যি কি ভারতে আসছে ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসি (Chelsea FC)! মঙ্গলবার সকালে এমনই এক খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ভারত সফরের ঘোষণা! ফুটবলের মক্কা কলকাতায় (Kolkata) দুটি ম্যাচ। একটি ওড়িশা ও আরেকটি জামশেদপুরে। চেলসির সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর চেলসির ফেসবুক থেকে পোস্টটি দ্রুত এডিট করে দেওয়া হয়। জানানো হয়, ২০২১ সালে ভার্চুয়াল টুরে (Virtual Tour) ভারত সফরে এসেছিল চেলসি। যার জেরে দিনের শেষে হতাশ ফুটবলপ্রেমীরা।
লুকাকু, থিয়াগো সিলভা, কান্তোর মতো ফুটবলারদের চোখের সামনে খেলতে দেখা তো ভাগ্যের ব্যাপার। বাংলা, ওড়িয়া ভাষায় চেলসির ওসব পোস্টার দেখে কমেন্ট বক্সও ভরে ওঠে একাধিক শুভেচ্ছায়। কেরালার ফুটবলপ্রেমীরাও কমেন্ট করেন ওই পোস্টে। যেখানে বলা হয়, দেশের অন্যতম ফুটবল হাবে কেন খেলতে আসবে না চেলসি! এসব নিয়েই যখন তোলপাড় হচ্ছে, তখনই আসল সত্যিটা সামনে আনে চেলসি। এরপর সোশ্যাল মিডিয়া পোস্টে ভেঙে বিষয়টি সামনে আনল ইপিএল জায়ান্ট। জানানো হল, পোস্টটি বুঝতে ভুল করেছেন সকলে। এটি চেলসির ভার্চুয়াল টুর। আদতে ভারতে আসছে না চেলসি।
আরও পড়ুন: আড়ালে থেকেও স্বীকৃতি! কিউরেটর ও মাঠকর্মীদের জন্য পুরস্কার ঘোষণা করল BCCI
এদিন সকালে চেলসি ফুটবল ক্লাবের পক্ষ থেকে যে পোস্টটি দেওয়া হয়, সেখানে চেলসি ছাড়াও আরও চারটি টিমের খেলার কথা ছিল। সাদাম্পটন, নিউ ক্যাসেল ইউনাইটেড, নরউইক সিটি, ব্রেন্টফোর্ড। কিন্তু চেলসির ভার্চুয়াল টুরের এই বিভ্রান্তিকর পোস্টে বেশ হতাশ দেশের ফুটবলপ্রেমীরা।