সবাই ভাল থাকবেন। ফুটবল তাঁর হৃদয়ে থাকবে। তখনও আবেগে গলা ধরে আসছিল। যুবভারতীতে ম্যাচ শেষে শুধু এইটুকু বলতে পারলেন সুনীল ছেত্রী। যুবভারতীতে এদিন সংবর্ধনা দেওয়া হল ভারতের প্রাক্তন অধিনায়ককে। কলকাতার তিন প্রধানের পাশাপাশি সুনীলকে সংবর্ধনা জানাল ভারতীয় ফুটবল ফেডারেশন। সংবর্ধনা অনুষ্ঠানেই ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন বিজয়ন থেকে অ্যালভিটোরা। বিদায়ী ম্যাচে সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা এসেছে ফিফার তরফেও।
শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী লিখেছেন, 'সুনীল ছেত্রী,জীবনের এক গৌরবোজ্জ্বল নতুন যাত্রার সূচনায় তোমাকে স্বাগত জানাই। তুমি আজ নতুন এক অধ্যায়ের মুখে! স্বাগতম! তুমি বাংলার সোনার ছেলে, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এশিয়ার খ্যাতনামা ক্রীড়াতারকা, সারা বিশ্বে সমাদৃত গোলদাতা - সর্বার্থে সফল। ' ভারতীয় ফুটবলকে ১৯ বছর সার্ভিস দেওয়ার জন্য সুনীলকে শুভেচ্ছা জানিয়েছে ফিফা।
এই ম্যাচ জিতলে ইতিহাস তৈরি করত ভারতীয় ফুটবল। কুয়েতকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ আপাতত হাতছাড়া। কারণ, এই ম্যাচে গোলশূন্য ড্র করল ইগর স্তিমাচের দল। অ্যাওয়ে ম্যাচে এই কুয়েতকে হারিয়েছিল ভারত। কাতার এবং আফগানিস্তানের কাছে হেরে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল ভারত।