বিশ্ব ফুটবলে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। শনিবার ওল্ড ট্রাফোর্ডে টোটেনহ্যামের(Tottenham) বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। নির্ধারিত ৯০ মিনিট শেষে টোটেনহ্যামকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড(Manchester United)।
খেলা শুরুর ১২ মিনিটের মধ্যেই এই পর্তুগিজ তারকার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড(Manchester United)। এরপর রোনাল্ডোর(Chirstiano Ronaldo) দ্বিতীয় এবং তৃতীয় গোলটি আসে খেলার ৩৮ এবং ৮১ মিনিটের মাথায়। টোটেনহ্যামের(Tottenham) পক্ষে হ্যারি কেন(Harry Kane), হ্যারি ম্যাগুয়ের(Harry Maguire) দুটি গোল শোধ করলেও জয় বা ড্র করার কোন সুযোগ পাননি তাঁরা।
আরও পড়ুন- ATK Mohun Bagan: আইএসএলের সেমিফাইনালে এটিকে মোহনবাগানকে ৩-১ গোলে হারাল হায়দরাবাদ এফসি
বর্তমানে বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো(Chirsyiano Ronaldo)। অস্ট্রিয়ার জোসেফ বিকানের করা ৮০৫ গোলের রেকর্ড টপকে এখন তাঁর গোল সংখ্যা দাঁড়ালো ৮০৭। প্রায় ৬৬ বছর পর এই রেকর্ড ভাঙলেন রোনাল্ডো। ফলে এই মুহূর্তে গোল সংখ্যার নিরিখে বিশ্ব ফুটবলে প্রথম পাঁচ সর্বোচ্চ গোলদাতা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোসেফ বিকানের, রোমারিও, লিওনেল মেসি(Lionel Messi) এবং পেলে(Pele)।