কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা । ইকুয়েডরকে হারিয়ে স্বপ্নের আরও কাছাকাছি মেসিরা । ৯০ মিনিটের পর ম্যাচের ফল ছিল ১-১ । টাইব্রেকারে ইকুয়েডর-কে হারিয়ে দিল বিশ্বজয়ী আর্জেন্টিনা । ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালের পর কোপার কোয়ার্টার ফাইনাল । ম্যাচের নায়ক সেই মার্তিনেজ । টাইব্রেকারে প্রথমে গোল করতে আসেন মেসি । কিন্তু, তিনি ব্যর্থ হন । তাতে যদিও আর্জেন্টিনাকে রোখা যায়নি । টাইব্রেকারে কাজ করল মার্তিনেজ ম্যাজিক । ইকুয়েডরের প্রথম দু’টি শট আটকে দলকে সেমিফাইনালে নিয়ে গেলেন তিনি । শেষ পর্যন্ত লড়াই করেও কোপা থেকে বিদায় নিতে হল ইকুয়েডরকে ।
ম্যাচের প্রথম থেকেই আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিল বল । ম্যাচে ৩৪ মিনিটের মাথায় আসে সাফল্য । অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের থেকে বল পেয়ে সুযোগ নষ্ট করেননি ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস । হেডেই গোল করলেন । ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা । প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ইকুয়েডর । দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ নষ্ট করেন । তবে, ৯০ মিনিটের মাথায় গোল করেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ ।
কোপার নিয়ম অনুযায়ী ৯০ মিনিটের খেলার পর টাইব্রেকার হয় । সেখানে আর্জেন্টিনার হয়ে প্রথম শট দিতে আসেন মেসি । গোল করতে ব্যর্থ হন । একে একে ডিফেন্ডাররা আসেন । ৪ গোল করে আর্জেন্টিনা । অন্যদিকে, ইকুয়েডর ২টি গোল করেন । মার্তিনেজ টাইব্রেকারে ইকুয়েডরের প্রথম দু’টি শট আটকে দেন । তাতেই সেমিফাইনালে জায়গা পাকা করে নেয় মেসির দল।