তৃণমূল, বিজেপির পাশাপাশি পুরোদমে পুরসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েছে বামফ্রন্টও। তবে কলকাতা এবং অন্য ৪ পুরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ তুলছেন বাম প্রার্থীরা।
বরানগর (Baranagar) পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করলেন সিপিএম (CPM) প্রার্থীরা। সিপিএম প্রার্থী পার্থ গুন বলেন, "মানুষের ব্যপক সাড়া মিলছে। মানুষ আবার আমাদের বরণ করে নিতে চায়। কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েই সংশয়।"
আরও পড়ুন: TMC candidate's b'day: প্রচারের মাঝেই ঘাসফুল প্রার্থীর জন্মদিন পালন, বিধি ভঙ্গের অভিযোগ বিরোধীদের
বামপন্থীদের দাবি, ভোট শান্তিপূর্ণ ও অবাধ হলে বরানগরে তাঁরাই বোর্ড গঠন করবেন।