গত দু'বছর ধরে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যেই গুজব, আল নাসের ছাড়ছেন তিনি। শোনা যাচ্ছে, এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান তিনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি তাঁর সঙ্গে চুক্তি করতে আগ্রহী হয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন।
কয়েক বছর আগেই বায়ার লেভারকুসেনের কোচ জাবি অ্যালঞ্জো জানিয়েছিলেন, তিনি রোনাল্ডোকে সই করাতে চান। কারণ তাঁর মতো ফুটবলার থাকা স্বপ্নের মতো। এই বার ইউরোপা লিগের ফাইনাল খেলছে বায়ার। শোনা যাচ্ছে, কোচের তৎপরতায় রোনাল্ডোকে এই জার্মানির ক্লাব সই করাতে চাইছে। যদিও রোনাল্ডোর তরফে এই নিয়ে এখনও ইতিবাচক কিছু জানানো হয়নি।
আরও পড়ুন - রবিবার নামছে পন্থ-হীন দিল্লি, ধারাবাহিকতা ধরে প্লে-অফই লক্ষ্য আরসিবির