ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় নেই পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Christiano Ronaldo)। ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জেরেই বাদ পড়েছেন ফিফার বর্ষসেরার তালিকা থেকে। তবে প্রত্যাশামতোই রয়েছেন লিয়োনেল মেসি(Lionel Messi) ও কিলিয়ান এমবাপে(Kylian Mbappe)। ২০২২ সালের পারফরম্যান্সের নিরিখেই সেরার তালিকায় ঠাঁই পেয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরফ করিমিরা। দেশের ফুটবলের পাশাপাশি বিশেষজ্ঞদের আতসকাচের তলায় রয়েছে ক্লাব ফুটবলও।
মেসি, এমবাপের পাশাপাশি তালিকায় রয়েছেন বালঁ দ্যঁর জয়ী করিম বেঞ্জিমা। এছাড়া ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ(Luka Modrich), পোল্যান্ডের লিওনডস্কিরাও সেরা ১৪ জনের তালিকায় উঠে এসেছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার(Argentina wins qatar World Cup 2022) সেরা বাজি ছিল ইউলিয়ান আলভারেজ। তিনিও নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন সেরা ১৪-এর তালিকায়।
আরও পড়ুন- Sheena Bora Murder Case: গুয়াহাটি বিমানবন্দরে 'শিনা বোরা', সিসিটিভি ফুটেজ চাইল CBI
গত বছর মোটেই ভাল কাটেনি সিআর সেভেনের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলার পর ক্লাব ছাড়েন এই পর্তুগাল তারকা। ইউরোপের ফুটবল সীমানা ছাড়িয়ে সোজা চলে আসেন এশিয়ায়। সই করেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।