ইউরো কাপের দলঘোষণা পর্তুগালের। ষষ্ঠবার ইউরো কাপ খেলতে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জার্মানিতে বসছে এবার ইউরো কাপের আসর। মঙ্গলবার ২৬ জনের দলঘোষণা করেছে পর্তুগাল টিম।
২০০৪ সালে অভিষেক করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৯ বছর বয়স ছিল তাঁর। ফাইনালে ঘরের মাঠে গ্রিসের কাছে হারতে হয় পর্তুগালকে। মনে করা হচ্ছে, এটাই রোনাল্ডোর শেষ ইউরো। পর্তুগাল টিমে সুযোগ পেয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির বার্নার্ডো সিলভা, রুবেন দিয়াস। আছেন ম্যান ইউ তারকা ব্রুনো ফার্নান্ডেজও।
ইউরো কাপে পর্তুগালের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চেক রিপাবলিক। ১৮ জুন নামবেন রোনাল্ডোরা। এরপর তুর্কি ও জর্জিয়ার বিরুদ্ধে পরপর ম্যাচ পর্তুগালের।