গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু জিতল আল-নাসের। চুম্বকে এটাই সৌদি আরবের মাঠে রোনাল্ডোর অভিষেক গাথা। লিগের ম্যাচে ইতিফাকের বিরুদ্ধে আল-নাসের ম্যাচ জিতেছে ১-০ গোলে। তবে গোটা ম্যাচে বহুবার গোল করার চেষ্টা করেছে সিআর সেভেন। গোল লক্ষ্য করে শটও নিয়েছেন বেশ কয়েকবার। তাতেও অবশ্য গোল ভাগ্য খোলেনি। নিজের খেলা নিয়ে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন রোনাল্ডো। দল জিতেছে, তাতেই খুশি তিনি।
বিশেষজ্ঞদের দাবি, এই প্রথম মধ্যবিত্তের মাঠে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কারণ, তিনি এতদিন যে মাঠে খেলছেন, সেই মাঠগুলি ছিল ঐতিহ্যের টান। কিন্তু সৌদি আরবের আল-নাসেরর এই মাঠে টেনেটুনে লোক ধরে ১০ হাজার। এই ম্যাচের জন্য আসন আরও ৫ হাজার বাড়ানো হয়েছিল। সেই মাঠে রোনাল্ডোর খেলা দেখে মজেছেন রিয়াধে তাঁর ভক্তরাও।
মেসিদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। তবে রবিবার ভারতীয় সময় মধ্যরাতে এই ম্যাচে যেন অন্য রোনাল্ডোকেই পাওয়া গিয়েছে। বিশ্বকাপের পর ক্লাবহারা তারকা সৌদির ক্লাবের জার্সিতে নিজেকে নতুন করে উজার করে দিতে চাইছেন। ক্লাব কর্তাদের আশা, প্রথম ম্যাচ তাই হয়তো মানাতে একটু অসুবিধা হয়েছে। তবে উনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঠিক ফিরে আসবেন।