এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। তারপর থেকে ক্লাবে গুঞ্জন, ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চলেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সৌদি আরবের এক ক্লাব রোনাল্ডোকে আগামী ২ মরশুমের জন্য ২৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকার বেশি। কিন্তু সংবাদমাধ্যমের রিপোর্ট, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনাল্ডো।
কোন ক্লাব এই প্রস্তাব দিয়েছে, তা জানা যায়নি। কিন্তু প্রস্তাব গ্রহণ করলে, বিশ্বের সবথেকে বেশি অর্থ উপার্জন করা প্লেয়ার হতেন রোনাল্ডোই। পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ইউরোপের সেরা সেরা ক্লাব চাইছে, রোনাল্ডো তাঁদের ক্লাবে খেলুক। রোনাল্ডো ম্যান ইউ ছাড়বেন, এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে যোগাযোগ করা শুরু হয়েছে। এই তালিকায় ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিও। কিন্তু চেলসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রোনাল্ডোকে নেওয়ার জন্য তাঁরা ঝাঁপাচ্ছে না। ম্যান সিটি থেকে ইতিমধ্যেই তারা রহিমকে দলে নিয়েছেন।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে সোনাই লক্ষ্য অলিম্পিকে পদকজয়ী মীরাবাই চানুর
কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে ম্যান-ইউর নতুন কোচ এরিক টেন হ্যাগও দাবি করেছেন, রোনাল্ডো রেড ডেভিলস ছাড়ছেন না। এই নিয়ে তাঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা হয়েছে।