গোয়ার ক্যালাঙ্গুটে(Calangute) স্থাপন করা হল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Cristiano Ronaldo) মূর্তি । যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে ও ফুটবলকে(football) পরবর্তী স্তরে নিয়ে যেতে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে ।
মূর্তিটির ওজন প্রায় ৪১০ কেজি এবং এটি তৈরি করতে ১২ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে । মূর্তিটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে । সংবাদসংস্থা এএনআই-কে গোয়ার মন্ত্রী মাইকেল লোবো(Michael Lobo) জানিয়েছেন, এই প্রথম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি ভারতে এসেছে ।
আরও পড়ুন, Sourav Ganguly Covid Report: স্থিতিশীল সৌরভ, মহারাজের খোঁজ নিলেন মমতা-অমিতাভ
মন্ত্রী বলেন, আপনি যদি ফুটবলকে অন্য স্তরে নিয়ে যেতে চান তাহলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা অপেক্ষা করবে । সেলফি তুলবে এবং ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত হবে । তিনি আরও বলেন, ফুটবল হল এমন একটি খেলা যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই সমান ।