সৌদি প্রো লিগে ফের গোল। ৩৮ বছর বয়সেও গোলের খিদে মেটেনি। প্রমাণ করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের মঙ্গলবার রাতে ৫-২ গোলের ব্যবধানে হারাল আল ইত্তিহাদকে।
শুধু তাই নয়, ম্যাচের পর মানবিক রোনাল্ডোকেও দেখা গেল ড্রেসিংরুমে। আল ইত্তেহাদের ফুটবলার ইগর কোরোনাডো তাঁর দুই ছেলেকে নিয়ে দেখা করতে আসেন সিআর সেভেনের সঙ্গে। রোনাল্ডো তাঁর ছেলেকে কোলে তুলে নেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
পেনাল্টি থেকে নির্ভুলভাবে দুটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও পর্যন্ত এই মরশুমে ১৯টি গোল করে ফেলেছেন রোনাল্ডো। সৌদি প্রো লিগ টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা তিনিই। যার ফলে গোল্ডেন বুটের খেতাবের কাছাকাছি রোনাল্ডো।