বিশ্বাসঘাতক ম্য়ানচেস্টার ইউনাইটেড। এই বোমা ফাটিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবারই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার আগে ইংলিশ ক্লাব সম্পর্কে তাঁর মন্তব্যে এখন সরগরম গোটা ইংল্যান্ড। শেষ দুটি ম্য়াচে রোনাল্ডো প্রথম একাদশের বাইরে রেখেছিলেন ম্য়ান ইউ কোচ এরিক টেন হ্য়াগ। আর তাতেই চটেছেন সিআর সেভেন। টেলিভিশন সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো সাফ জানিয়েছেন, তাঁকে সম্মান না দিলে, তিনিও কাউকে সম্মান দেন না। যদিও রোনাল্ডোর এই সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলে ইংলিশ ক্লাব ম্য়ানচেস্টার ইউনাইডেট। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রেড ডেভিলদের গায়ে কালি লেপতেই রোনাল্ডোকে দিয়ে ক্লাব বিরোধী মন্তব্য করানো হয়েছে।
যাইহোক না কেন, লিসবনে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে এখন বিশ্বকাপ মোডে রোনাল্ডো। প্রায় বিশ বছরের বেশি সময় ধরে ইউরোপের সবুজ-মেরুনের প্রাণ ভ্রমরা রোনাল্ডো। ২০১৬ সালে একটা ইউরো কাপ ছাড়া আর কোনও সাফল্য নেই লুই ফিগোর দেশের। কোচ ফার্নান্দো স্যান্টোস এবার তাকিয়ে সেই রোনাল্ডোর দিকেই। ইতিমধ্যেই দলের অন্য়তম তরুণ ফুটবলার বার্নাডো সিলভার দাবি, এই বিশ্বকাপে জ্বলে উঠবেন রোনাল্ডো। কারণ, এটাই তাঁরও শেষ বিশ্বকাপ হতে পারে। যদিও বিশ্বকাপ থেকে অবসরের ব্য়াপারে এখনও কিছু ঘোষণা করেননি ক্রিশ্চিয়ানো।
এবারের গ্রুপ-এইচকেই গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। কারণ পর্তুগালের প্রতিপক্ষ উরুগুয়ে, ঘানা এবং দক্ষিণ কোরিয়া। ২৪ নভেম্বর রোন্ডালোদের প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ আফ্রিকার অন্য়তম সেরা শক্তি ঘানা। যারা কাতারে আসার আগেই জানিয়েছে, সবাইকে হারাতেই নাকি এই বিশ্বকাপে ঘানা আসছে।