ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি ফের রিয়াল মাদ্রিদে ফিরবেন! বিশ্বকাপ থেকে বিদায়ের ৪ দিনের মধ্যেই রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলনে দেখা গেল সিআর সেভেনকে। একা একাই অনুশীলন করেন তিনি।
বিশ্বকাপ থেকে বিদায়ের পরই অধিকাংশ ফুটবলার ছুটি কাটাতে গিয়েছেন। এরপরই শুরু হয়ে যাবে ক্লাব ফুটবল। কিন্তু রোনাল্ডোর এখনই কোনও ব্যস্ততা নেই। ম্যান ইউয়ের সঙ্গে বিচ্ছেদ। এরপর ফ্রি এজেন্ট রোনাল্ডো। তার আগে নিজেকে ফিট রাখতে চাইছেন পর্তুগাল অধিনায়ক। জানা গিয়েছে, বিশ্বকাপ শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ়কে ক্লাবের মাঠে অনুশীলন করার অনুরোধ করেন রোনাল্ডো। তারপরই মাদ্রিদের মাঠে অনুশীলন করতে দেখা যায় সিআর সেভেনকে।
তবে রোনাল্ডো রিয়ালে ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। জল্পনা ছিল, রোনাল্ডোকে বিরাট অঙ্কের প্রস্তাব দিয়েছেন আরবের ক্লাব আল নাসের। কাতারের একটি ক্লাবও নাকি রোনাল্ডোকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোন ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে মুখ খোলেননি পর্তুগাল তারকা।