বিশ্বকাপ ফাইনালে তাঁর পা থেকে ৩৭ মিনিটে গোল। বিশ্বকাপ জয়ের পর মাঠে কান্না। ডি মারিয়ার আবেগে ভাসছে গোটা দুনিয়া। তিনি নিজেও এই বিশ্বকাপ নিয়ে আবেগপ্রবণ। নিজের শরীরে এবার বিশ্বকাপের ট্যাটু আঁকিয়ে নিলেন ডি মারিয়া।
ফুটবলারদের ফ্যাশন স্টেটমেন্টে ট্যাটু খুবই প্রচলিত। অধিকাংশ ফুটবলারই ট্যাটুতে বেশ সছন্দ। ডি মারিয়ার শরীরে আগেও ট্যাটু ছিল। এবার তাতে যোগ হল বিশ্বকাপ। ডান পায়ের উরুতে ট্যাটু করালেন তিনি। জানিয়ে দিয়েছেন, এখনও জাতীয় দল থেকে অবসর নয়। এখনও দেশের হয়ে তিন তারা জার্সিতে দেখা যাবে ডি মারিয়াকে।
আরও পড়ুন: IPL-এর মিনি নিলামে সবথেকে বেশি দামে বিক্রি কারা? KKR-এ এলেন কারা, দেখে নিন এক নজরে
বিশ্বকাপে নজর কাড়ে অধিকাংশ ফুটবলারদের ট্যাটু। এবার বিশ্বকাপেও মেসি, নেইমারদের ট্যাটু নজর কেড়েছে। একাধিক ফুটবলারের শরীরেই দেখা গিয়েছে ট্যাটু।