আগের ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। তারপর থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনেই নামেননি রড্রিগো ডি পল(De Paul)। নেদারল্যান্ডসের(Netherlands vs Argentina) বিরুদ্ধে তাঁর মাঠে নামার বিষয়ে এখনও কিছু জানাননি আজেন্টিনার কোচ। তবে নীল-সাদা শিবিরের অন্দরের খবর, পরিস্থিতির দ্রুত বদল না ঘটলে হয়তো মাঠে নামবেন না ডি পল(De Paul injured)।
অন্যদিকে, সমর্থকদের নজরে রয়েছেন আরেক আর্জেন্তেনীয় তারকা ডি মারিয়া(De Maria)। নেদারল্যান্ডস মাচে কি প্রথম থেকেই তাঁকে মাঠে নামাবেন স্ক্যালোনি(Lionel Scaloni)? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই টিম আর্জন্টিনার প্র্যাকটিসের ছবি ক্যামেরাবন্দি করার ওপর জারি হয়েছে কড়া নির্দেশিকা। কাতারের(Qatar Football World Cup 2022) ফুটবল মাঠে ঝোলানো হয়েছে নো-এন্ট্রি বোর্ড।
আরও পড়ুন- Team India : সিরিজ হারের পর ধাক্কা, চোটের কারণে শেষ একদিনের ম্য়াচে নেই তিন ভারতীয় ক্রিকেটার
অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা(Argentina)। শনিবার আর্জেন্টিনার বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। গত ম্যাচে দারুণ জয় পেয়েছে ডাচরাও(Netherlands vs Argentina)। আর্জেন্টিনার বিরুদ্ধে জিতে শেষ চারে যেতে তৈরি তাঁরাও।