ডুরান্ড কাপের ফাইনাল। প্রাক মরশুমের সবথেকে বড় টুর্নামেন্ট। সেই ফাইনালে মুখোমুখি কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডার্বি আর ফাইনাল, দুটো চাপই একই সঙ্গে মাথায় চেপে ধরবে দুই দলকে। এই নার্ভের লড়াইয়ে একে অন্যকে টেক্কা দিলেই বাজিমাত। এবার ডার্বিতে দুই দলের বাজি কারা!
মোহনবাগান টিমে অবশ্যই জেসন কামিংসই সেরা ফুটবলার। ডার্বিতে এক নম্বর বাজি তিনিই। দিমিত্রি পেত্রাতোসকে খেলানো হলে তিনিও টিমের অন্যতম বাজি হতে পারেন। হুগো বুমো, আশিক কুরিয়ানও ডার্বির মঞ্চে বাজি হতে পারেন।
আরও পড়ুন: এবার অনেকটাই আলাদা মোহনবাগান দল, ডার্বি জয়ের আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কুয়াদ্রাত
অন্যদিকে বড় ম্যাচে ইস্টবেঙ্গল টিমে বাজি হতে পারেন ক্লেটন সিলভা। তাঁকে খেলাবে কিনা, স্পষ্ট নয় এখনও। স্প্যানিশ তারকা বোরজা হেরেরাও টিমের অন্যতম শক্তি। সেমিফাইনালে গোল পাওয়া এলসিও ডার্বিতে বাজি হতে পারে ইস্টবেঙ্গলের।
আরও পড়ুন: বিতর্ক দূরে রেখে ফেরান্দোর পাখির চোখ ট্রফি, ইস্টবেঙ্গল ম্যাচে প্রতিশোধ চান সাদিকু