দু ম্যাচ হারের পর আইএসএলে ফের জয়ে ফিরল ইস্টবেঙ্গল। শনিবার মাঠে ফিরে হায়দরাবাদের বিরুদ্ধে গোল করলেন লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। ম্যাচের ১১ মিনিটে তাঁর হেডেই তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছেন কার্লোস কুয়াদ্রাত। এই ম্যাচে শেষের কয়েক মিনিট ৯ জনে খেলতে হয় হায়দরাবাদকে।
ডার্বি ড্রয়ের পর দুটি ম্যাচ হেরে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। চমক ছিল ইস্টবেঙ্গলের জার্সিতে। এই প্রথম আইএসএলে তৃতীয় সেটের জার্সি পরে মাঠে নেমেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। নিশু কুমারের ক্রস থেকে হেড করে ১১ মিনিটে গোল করেন ক্লেটন।
এই জয়ের ফলে ১১ থেকে আট নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট এখন ১৫। ২২ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল পরের ম্যাচ খেলবে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে।