কলকাতা লিগ, আই লিগ বা আইএসএল। কলকাতা ডার্বি এলেই জেগে ওঠে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। কিন্তু শনিবার ডার্বির আগে যেন অনেকটাই নিস্তেজ দুই পক্ষই। তবে এই ডার্বি ইস্টবেঙ্গলের কাছে হৃত গৌরব ফিরিয়ে আনার লড়াই। মনেপ্রাণে জয় চাইছেন সমর্থকরা।
আইএসএলে ইতিমধ্যেই শিল্ড জিতে গিয়েছে মুম্বই সিটি এফসি। এটিকে মোহনবাগানের প্লে-অফ নিশ্চিত। এই ডার্বি আসলে নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু ডার্বির আবেগ দুই দলের কাছেই আলাদা। গোটা মরশুম তো এই একটি ম্যাচের অপেক্ষাতেই সব। কিন্তু আইএসএলে টানা ৭টি ডার্বিতে আটকে গিয়ে রীতিমতো কোনঠাসা ইস্টবেঙ্গল। লাল-হলুদ অনুরাগীরা, তাই শনিবার শুধু জয় ছাড়া অন্য কিছু ভাবছে না।
আরও পড়ুন: ৩ বিদেশিকে না পেলেও প্রত্যয়ী ফেরান্দো, টানা ৭ ডার্বি হারের চাপ নিয়ে নামছে লাল-হলুদ ব্রিগেড
এই মরশুমে আইএসএলের প্রথম ডার্বিতে ২-০ গোলের ব্যবধানে জিতেছিল এটিকে মোহনবাগান। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের দাবি, এই ডার্বিতে অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে।