বেঙ্গালুরুর মাঠে গিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয়। বৃহস্পতিবার ম্যাচের আগে অনেকটাই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। শুক্রবার লাল-হলুদের সামনে ওড়িশা এফসি। এদিনও জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ লাল-হলুদের। ওড়িশা ম্যাচের আগে কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন জানান, তিন পয়েন্টই টিমের লক্ষ্য।
এদিন কনস্ট্যান্টাইনের সঙ্গে দলের সাংবাদিক বৈঠকে ছিলেন ইভান গনজালেজ। লাল-হলুদ কোচ জানান, দলের একটাই সমস্যা, প্লেয়ারদের চোট। যা প্রথম একাদশ তৈরিতে সমস্যা তৈরি করছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম গোল হজম করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ওড়িশার বিরুদ্ধেও কি সেই ধারা বজায় রাখতে পারবে ইস্টবেঙ্গল! কোচ জানান, ওড়িশা ভাল টিম। কিন্তু দল জিতবে বলে আত্মবিশ্বাসী তিনি।
গত ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন ইভান গনজালেজ। কোচ কনস্ট্যান্টাইনের মতে, ইভান ধারাবাহিকতা ধরে রাখবে। ওড়িশা টিমের কোচ স্প্য়ানিশ। টিমেও স্পেনের চার ফুটবলার আছে। তাই লড়াইকে খুব সহজভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি ম্যাচে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ কোচ কনস্ট্যান্টাইনের।